• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

তোপের মুখে শান্ত থাকা ক্যাপ্টেন আশিকের প্রশংসায় সেনাপ্রধান

আরটিভি নিউজ

  ১৮ আগস্ট ২০২৪, ১৯:২৯
ক্যাপ্টেন আশিক
ছবি: আরটিভি

পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রোববার (১৮ আগস্ট) দুপুরে সেনাপ্রধানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রাখায় ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান সেনাপ্রধান ‎ওয়াকার-উজ-জামান। ক্যাপ্টেন আশিক সঙ্গে করমর্দন করে তাকে ভবিষ্যতের জন্যও অনুপ্রাণিত করেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে এক নারীকে বেশ উচ্চবাচ্য করতে দেখা যায়। এমন পরিস্থিতিতে ক্যাপ্টেন আশিক অত্যন্ত বিচক্ষণতা এবং ধৈর্যের পরিচয় দেন। একই সঙ্গে তিনি পরিস্থিতির সামাল দেন এবং সেটির সমাধান করেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসসি পাসে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ
যে কারণে সাবিনাদের কক্সবাজারে সংবর্ধনা দেবে বিওএ ও বাংলাদেশ সেনাবাহিনী
বরিশাল এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
সাফজয়ীদের এক কোটি টাকা দিবে বিওএ ও বাংলাদেশ সেনাবাহিনী