• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

তাকসিম এ খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে দুদকের আবেদন

আরটিভি নিউজ

  ১৯ আগস্ট ২০২৪, ২২:৪৩
তাকসিম এ খান
ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৯ আগস্ট) পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে (এসবি) এ বিষয়ে চিঠি দিয়েছে দুদক। চিঠিতে তাকসিম-সংশ্লিষ্ট সব কাগজপত্রও তলব করা হয়েছে।

গত বৃহস্পতিবার পদত্যাগ করেন তাকসিম এ খান। এরপরই তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, তাকসিমের নিয়োগসংক্রান্ত কাগজপত্র চেয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দিয়েছেন দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম।

নানা অনিয়মের অভিযোগ ও বিতর্কের মধ্যেও দীর্ঘদিন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে বহাল থাকেন তাকসিম এ খান। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই নিখোঁজ তিনি। তার অবস্থান নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। তবে ওয়াসার একটি সূত্র জানিয়েছে, তিনি দেশেই অবস্থান করছেন।

উল্লেখ, ২০০৯ সালে ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পান তাকসিম এ খান। এরপর দফায় দফায় মেয়াদ বাড়িয়ে সপ্তমবারের মতো ওই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয় তাকে।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা ওয়াসার নতুন এমডি মো. ফজলুর রহমান
তাকসিম এ খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার চেয়ারম্যান
ওয়াসার এমডি তাকসিম এ খানের পদত্যাগ