• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

নওফেল ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

আরটিভি নিউজ

  ২০ আগস্ট ২০২৪, ১৩:২৯
মহিবুল হাসান চৌধুরী নওফেল
ছবি: সংগৃহীত

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

মঙ্গলবার (২০ আগস্ট) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

এতে বলা হয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, স্ত্রী এমা ক্লারা বাটন, দুই মেয়ে নীনা এমিলি ফাওজিয়া চৌধুরী ও হান্না শ্রেয়া এনী চৌধুরী মালেক ও তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে থাকা সব ব্যাংক হিসাবের লেনদেন আগামী ৩০ দিনের জন্য জব্দ রাখতে হবে।

অর্থাৎ আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন জব্দ করার এ সময় বাড়ানো হবে। সেই সঙ্গে এসব হিসাব সংশ্লিষ্ট বিভিন্ন দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউর কাছে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএফআইইউ’র প্রধান হলেন শাহীনুল ইসলাম
১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব
বিএফআইইউর প্রধান নিয়োগে আলোচনায় বিতর্কিতদের নাম
পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ