• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বন্যায় বিদ্যুৎহীন প্রায় ৭ লাখ গ্রাহক

আরটিভি নিউজ

  ২২ আগস্ট ২০২৪, ১১:৩৯
ফাইল ছবি

টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। এর ফলে কোথাও বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত, আবার কোথাও বা বিদ্যুৎ উপকেন্দ্রে পানি উঠে গেছে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে সরবরাহ বন্ধ করে দেওয়ায় প্রায় ৭ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

জানা গেছে, সবচেয়ে বেশি বিদ্যুৎহীন অবস্থায় আছে নোয়াখালী ও ফেনী। এর মধ্যে শুধু নোয়াখালীতেই প্রায় চার লাখ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জি এম মো. জাকির হোসেন বলেন, আমাদের এই সমিতিতে ৭ লাখ ৬০ হাজার গ্রাহক রয়েছেন। আমাদের কয়েকটি সাবস্টেশনসহ বিদ্যুৎ বিতরণকারী বেশির ভাগ এলাকায় ইতোমধ্যে বন্যার পানি উঠে গেছে। ক্ষয়ক্ষতি ও ঝুঁকি এড়াতে ৫০ শতাংশের বেশি (প্রায় চার লাখ) গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, জেলায় চার লাখ গ্রাহকের মধ্যে তিন লাখেরও বেশি বিদ্যুৎবিচ্ছিন্ন। ভারি বৃষ্টিতে বিভিন্ন এলাকার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার রাত ৮টা পর্যন্ত জেলার সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক ছিল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌদিতে ব্যাপক বন্যা, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি
ভয়েস ও ইন্টারনেটে কর বাড়ানোর সিদ্ধান্ত বৈষম্যমূলক: মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন
‘৪০ বছরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সে ৭০ লাখ গ্রাহক একীভূত হয়েছেন’
গ্রাহক সেজে ব্যাংকে ঢোকেন ডাকাতরা, এরপর যা যা ঘটে