• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

বন্যাকবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

আরটিভি নিউজ

  ২৩ আগস্ট ২০২৪, ২২:০৩
বন্যাকবলিত এলাকায় বিমান বাহিনীর ত্রাণ বিতরণ
ছবি: সংগৃহীত

হেলিকপ্টারের মাধ্যমে বন্যাকবলিত এলাকায় দুর্গতদের মাঝে অব্যাহতভাবে ত্রাণসামগ্রী বিতরণ করছে বাংলাদেশ বিমান বাহিনী।

শুক্রবার (২৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শুক্রবার হেলিকপ্টারের মাধ্যমে বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বন্যা কবলিত এলাকায় গমন করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, এশিয়ান পেইন্টস, ইমপ্রেস টেলিফিল্ম’র প্রকৃতি ও জীবনসহ সামরিক-বেসামরিক সংস্থা বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীকে ত্রাণসামগ্রী প্রদান করেছে। যেকোনো সময় ত্রাণসামগ্রী বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বিমান বাহিনীর বিমানসমূহ প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ইতোমধ্যে বিমান বাহিনীর ডিজেস্টার ম্যানেজম্যান্ট সেল চালু করা হয়েছে। যেকোন মুহুর্তে পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্যার্তদের ‘প্রচেষ্টা’ দিচ্ছে ১০ টাকায় নতুন জামাকাপড়
বন্যার ক্ষতি মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: উপদেষ্টা হাসান আরিফ
বৃষ্টি ও বন্যা নিয়ে সবশেষ যা জানা গেল
বন্যার্তদের ত্রাণ সহায়তা, খরচ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ