• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বন্যার্তদের জন্য ত্রাণ দিতে টিএসসিতে মানুষের ঢল

আরটিভি নিউজ

  ২৪ আগস্ট ২০২৪, ১৫:৫২
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন এক বাংলাদেশ পেয়েছে জাতি। যেকোনো দুর্যোগেই ঢাল হয়ে দাঁড়ানোর প্রমাণ বিজয়ের পর থেকেই মিলছে বারবার। ঐক্যবদ্ধ হয়ে যেভাবে সবাই দেশ স্বাধীন করেছিল, ঠিক সেভাবেই আবারও এক হয়ে বানভাসিদের বাঁচাতে জড়ো হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে।

দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের সহায়তা করতে টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ঢল নেমেছে মানুষের। শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদার হতে নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণসহায়তা পৌঁছে দিতে সেখানে যাচ্ছেন মানুষ।

ছবি: সংগৃহীত

শনিবার (২৪ আগস্ট) সরেজমিনে দেখা যায়, টিএসসিতে চারদিকে ভিড়। কোনো জনসভা, প্রতিবাদ সমাবেশ কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে নয়, বন্যার্তদের সাহায্যের জন্য এগিয়ে আসছেন তারা।

কিছুক্ষণ পরপরই ব্যক্তিগত গাড়ি কিংবা ট্রাক এসে দাঁড়ালে সঙ্গে সঙ্গেই ত্রাণসামগ্রী নামানোর কাজে লেগে পড়ছেন শিক্ষার্থীরা। শুধু গাড়ি নয়, কেউ হেঁটে, কেউ রিকশায় করে সামর্থ অনুযায়ী বন্যার্তদের সহায়তা করতে ছুটে আসছেন টিএসসিতে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হিসাব অনুযায়ী, শুক্রবার( ২৩ আগস্ট) রাত পর্যন্ত ১ কোটি ৪২ লাখ টাকা অনুদান সংগ্রহ করেছেন তারা। শিক্ষার্থীরা বলছেন, পর্যাপ্ত পোশাক আছে। এখন ওষুধ, রিচার্জেবল লাইট, পাওয়ার-ব্যাংক, মোমবাতি প্রয়োজন।

ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, কয়েক দিনের টানা বৃষ্টিতে বাংলাদেশ-সংলগ্ন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে বন্যা দেখা দিয়েছে। এতে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেয় ত্রিপুরা রাজ্য সরকার। ভারত থেকে নেমে আসা ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় সবচেয়ে ভয়ংকর রূপ ধারণ করে ফেনী।

এ ছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলা বন্যাকবলিত হয়েছে। এসব জেলাগুলোতে বন্যায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতেই ডাকসু নির্বাচন চায় ছাত্রশিবির
ছাত্রলীগ নেতা সজিবকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
পটিয়ায় পিকনিকের বাসের ধাক্কায় নিহত ২
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ