• ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
logo

বন্যার্তদের একদিনের বেতন দেবে স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীরা

আরটিভি নিউজ

  ২৪ আগস্ট ২০২৪, ১৭:০৭
বন্যার্তদের একদিনের বেতন দেবে স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীরা
ফাইল ছবি।

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ও অধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।

শনিবার (২৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব এলাকার বন্যা পীড়িত মানুষদের সহযোগিতার জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের (স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ) ও অধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের একদিনের মূল বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণের প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ ছাড়া বন্যার্তদের সহায়তায় জন্য বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন, মন্ত্রিপরিষদ বিভাগ, র‍্যাব, শিক্ষকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও তাদের একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অনেকেই এতোমধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সেই অর্থ জমাও দিয়েছেন।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন্যার পানিতে প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির
আগস্টের বন্যায় সাড়ে ৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ৭৪ জনের প্রাণহানি
৮৬৫০ জন বন্যার্তদের মধ্যে নোবিপ্রবি ফার্মাসি বিভাগের চিকিৎসা সেবা
১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাম্প্রতিক বন্যায়