• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

বন্যার্তদের জন্য ২৫ ট্রাক ত্রাণ পাঠিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আরটিভি নিউজ

  ২৪ আগস্ট ২০২৪, ১৮:৩৪
বন্যার্তদের জন্য ২৫ ট্রাক ত্রাণ পাঠিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
ছবি: সংগৃহীত

বন্যার্তদের জন্য এখন পর্যন্ত ২৫ ট্রাক ত্রাণ পাঠিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে সহসমন্বয়ক মো. মহিউদ্দিন এসব তথ্য জানান।

তিনি বলেন, এসব ত্রাণ ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজারের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। আজকে রাতে আরও ডজনখানেক ট্রাক বিভিন্ন বন্যাকবলিত এলাকায় পৌঁছে যাবে।

মহিউদ্দিন বলেন, টিএসসিতে ‘গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচিতে গত দুইদিনে ব্যাপক সাড়া পেয়েছি। মানুষ সাধ্য অনুযায়ী দান করেছে। ইতোমধ্যে টিএসসি ক্যাফেটেরিয়া, গেমস রুম ও বারান্দাগুলো পূর্ণ হয়ে আছে। ছাত্রজনতার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠব।

এদিকে, গণত্রাণ কর্মসূচির তৃতীয় দিন (শনিবার) সকাল থেকেই টিএসসিতে ত্রাণ দিতে মানুষের ঢল নামে। নগদ টাকা ছাড়াও শুকনো খাবার, খেজুর, ওষুধ, স্যানিটারি ন্যাপকিন, পানি, জামা-কাপড়সহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলেন, গত দুই দিনে ১ কোটি ৪২ লাখ টাকার বেশি টাকা পেয়েছি। আমরা ইতোমধ্যে ত্রাণ পৌঁছানো শুরু করেছি।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ১০ হাজার পরিবারের মাঝে পপির ত্রাণ বিতরণ
আগস্টের বন্যায় সাড়ে ৯ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ৭৪ জনের প্রাণহানি
৮৬৫০ জন বন্যার্তদের মধ্যে নোবিপ্রবি ফার্মাসি বিভাগের চিকিৎসা সেবা
১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাম্প্রতিক বন্যায়