• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

বুধবার থেকে চলবে পারাবত এক্সপ্রেস ট্রেন

আরটিভি নিউজ

  ২৬ আগস্ট ২০২৪, ১০:০৬

ঢাকা-সিলেট-ঢাকা রুটে সাময়িকভাবে বন্ধ পারাবত এক্সপ্রেস ট্রেনটি আগামী বুধবার থেকে যথারীতি চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামী বুধবার (২৮ আগস্ট) থেকে ঢাকা-সিলেট-ঢাকা রুটে সাময়িকভাবে বন্ধ পারাবত এক্সপ্রেস (৭০৯/৭১০) ট্রেনটি যথারীতি চলাচল করবে। যাত্রীরা কাউন্টার ও অনলাইনের মাধ্যমে ট্রেনটির টিকিট ক্রয় করতে পারবেন।

এর আগে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে দুষ্কৃতকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় আন্তঃনগর ট্রেন পারাবত এক্সপ্রেস। ফলে গত ১৫ আগস্ট থেকে বন্ধ থাকার ২৭ দিন পর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হলেও এ ট্রেনটি চালানো সম্ভব হয়নি। অবশেষে জামালপুর এক্সপ্রেসের রেক দিয়ে ট্রেনটি আবারও চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রী সেবা বাড়াতে রেলওয়ের কল সেন্টার চালু
বাংলাদেশ রেলওয়েতে বিশাল নিয়োগ, নেবে ৩৩৮ জন  
বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর ট্রেন
ছয় দিনের ট্রেনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে