• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ধর্ম ব্যবসায়ীরা রাজনীতি করে বিভেদ সৃষ্টি করে: আসিফ নজরুল

আরটিভি নিউজ

  ২৬ আগস্ট ২০২৪, ১৭:৪২
ধর্ম ব্যবসায়ীরা রাজনীতি করে বিভেদ সৃষ্টি করে: আসিফ নজরুল
ফাইল ছবি

ধর্ম ব্যবসায়ীরা রাজনীতি করে বিভেদ সৃষ্টি করে করে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

সোমবার (২৬ আগস্ট) রাজধানীর পলাশীতে মহা জন্মাষ্টমী তিথি উপলক্ষে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে অধ্যাপক আসিফ নজরুল বলেন, কিছু ধর্ম ব্যবসায়ী ধর্ম নিয়ে রাজনীতি করে বিভেদ সৃষ্টি করে। এসবের বিপরীতে দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে।

তিনি অভিযোগ করেন, গত ১৫ বছর যতবার মন্দিরে হামলা হয়েছে কখনও তার বিচার হয়নি। তবে অন্তর্বর্তী সরকার এমন ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।

এসময় পূজা কমিটির পক্ষ থেকে একটা বড় অংশ বন্যার্তদের দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা আসিফ নজরুল।

একই অনুষ্ঠানে ডাক, টেলি যোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয়। এই জনগোষ্ঠী অনিরাপদ থাকলে পুরো বাংলাদেশ অনিরাপদ থাকবে। তাই নতুন বাংলাদেশ গড়তে সব জনগোষ্ঠীর সমান মর্যাদা নিশ্চিত করতে চাই।

দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সবাইকে এক হওয়ারও আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলাম ধর্ম গ্রহণ করলেন অভিনেতার স্ত্রী
রাজধানীতে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ২ 
উত্তাল সমুদ্রের চারপাশে মানুষের ঢল, এ যেন আরেক জাহেলিয়াত!
আলোচনায় সায়ানের নতুন গান ‘এটাই আমার রাজনীতি’