• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo

কল-কারখানার নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা

আরটিভি নিউজ

  ২৭ আগস্ট ২০২৪, ১৫:৫৬
কল-কারখানার নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
ফাইল ছবি

দেশের সব কল-কারখানার নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘আপনারা ব্যবসা করেন, কারখানার নিরাপত্তা দেওয়া হবে। কারখানার নিরাপত্তায় পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী সবাই নিয়োজিত আছে। কয়েকদিন পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশও কাজ করবে।’

মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক শেষে এ আশ্বাস দেন উপদেষ্টা।

ব্যবসার পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, বায়ারদের ভালো পরিবেশ দেওয়া হবে। পরিবেশ মানে রোদ-বৃষ্টি নয়, এক কথায় ব্যবসার পরিবেশ। ব্যবসাবান্ধব পরিবেশ গড়ার জন্য সব কিছু করবো। বায়ারদের আস্থার অভাব ছিল, এটা মিট আপ হয়েছে।

ব্রিটিশ সরকারের সহায়তার বিষয়ে ড. সালেহউদ্দিন বলেন, ব্রিটিশ সরকার সবসময় আমাদের পাশে থাকবে। তারা ট্যাক্স, ভ্যাট রিফর্মের ক্ষেত্রে সহায়তা করবে। দেশের ব্যবসা ও উন্নয়নে আমাদের সহায়তা দেবে ব্রিটিশ সরকার।’

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস
রূপপুর বিদ্যুৎ প্রকল্পের সমাপ্তির আশ্বাস রাশিয়ার
দেশের অর্থনৈতিক খাতের সংস্কারে সহায়তা করবে বিশ্বব্যাংক: অর্থ উপদেষ্টা
পাচার হওয়া অর্থ ফেরাতে বৈঠকে আলোচনা হয়েছে: অর্থ উপদেষ্টা