• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

রোকেয়া প্রাচীর বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

আরটিভি নিউজ

  ২৭ আগস্ট ২০২৪, ১৭:২৯
সংগৃহীত
ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও প্রযোজক রোকেয়া প্রাচীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছিল।

মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ আদেশ দেন।

এদিন আদালতে মামলাটির আবেদন করেন মোছাব্বির হাসান ওরফে সজিব নামে এক ব্যক্তি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমান রাখেন। পরে দুপুরে মামলা গ্রহণ করার উপাদান না থাকায় তা খারিজ করে দেন বিচারক। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলার আবেদন থেকে জানা গেছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অর্জিত সফলতা ভিন্ন খাতে প্রবাহিত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে অন্তর্বর্তী সরকারের সংস্কারকে বাধাগ্রস্ত করে ফ্যাসিস্ট দুর্নীতিবাজদের রক্ষা করে পুনর্বাসনের উদ্দেশে রোকেয়া প্রাচী বাংলাদেশের কোনো মিডিয়ায় বক্তব্য বা সাক্ষাৎকার না দিয়ে গত ১৬ আগস্ট সন্ধ্যায় ভারতের মিডিয়ায় আক্রমণাত্মক, মানহানিকর, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাক্ষাৎকার ও বক্তব্য দেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দিতে চেয়েছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহমুদুল গ্রেপ্তার
সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জন আটক
নতুন মামলায় সালমান-আনিসুল-পলকসহ গ্রেপ্তার ৮
স্ত্রী, কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর সুরের বিরুদ্ধে দুর্নীতির মামলা