• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

আরাফাতের আটক নিয়ে যা জানাল আইনশৃঙ্খলা বাহিনী

আরটিভি নিউজ

  ২৮ আগস্ট ২০২৪, ০৮:১৫
ফাইল ছবি

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের আটক নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে।। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কেউ তার আটকের সত্যতা নিশ্চিত করেননি।

মঙ্গলবার (২৭ আগস্ট) সাবেক এ প্রতিমন্ত্রী রাজধানীর গুলশান এলাকা থেকে আটক হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়।

এ বিষয়ে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বলেন, ‘ডিবি পুলিশের পক্ষ থেকে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাতকে আটক করা হয়নি।’

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন বলেন, ‘এখন পর্যন্ত তাকে আটকের কোনো তথ্য আমাদের কাছে নেই।’

এমন খবরের সত্যতা জানতে যোগাযোগ করা হলে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানও আটকের বিষয়টি স্বীকার করেননি।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পক্ষ থেকেও আলী আরাফাতকে আটকের কোনো তথ্য পাওয়া যায়নি।

গত বছরের জুলাইয়ে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আলোচনায় আসেন আরাফাত। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ শেখ হাসিনা করে দেশ ছেড়ে পালালে তার সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা গা ঢাকা দেন। কেউ কেউ আগেই দেশে ছেড়েছেন বলেও খবর আসে। এদেরই একজন আরাফাত।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড
রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের
ইউনিফর্ম পরে পুলিশ পরিচয়ে ছিনতাই, গ্রেপ্তার ৩ 
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, জ্বলছে না চুলা