• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

সচিবালয়ে হামলা

৬ আনসার সদস্য রিমান্ডে

আরটিভি নিউজ

  ২৮ আগস্ট ২০২৪, ১৭:২৮
৬ আনসার সদস্য রিমান্ডে
সংগৃহীত ছবি

সচিবালয় অবরুদ্ধ করে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ছয় আনসার সদস্যের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহাম্মদের আদালত এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, শরিফুল ইসলাম, আহসান হাবিব, মনিরুজ্জামান, হাসিবুর রহমান, নাসির মিয়া ও শফিকুল ইসলাম।

এদিন আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক সাইমুল ইসলাম। শুনানি শেষে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, চাকরি স্থায়ীকরণের দাবিতে গত ২৫ আগস্ট রাতে সচিবালয় অবরুদ্ধ করে রাখে আনসার সদস্যদরা। পরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাদের আংশিক দাবি পূরণ করেন এবং যৌক্তিক বাকি দাবিগুলো দ্রুত বাস্তবায়নে আশ্বাস প্রদান করেন। এরপরেও আনসারদের একটি দল সচিবালয়ের চারপাশে অবস্থান করে উপদেষ্টাসহ অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ এবং জিরো পয়েন্টসহ গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ করে রাখে। একপর্যায়ে রাত সাড়ে ৯টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ঘটনাস্থলে আসলে আনসাররা তাদের ওপর হামলা করে, বিভিন্ন গাড়ি ভাঙচুর এবং পুলিশের কাজে বাধা দেয়।

এ ঘটনায় ২৬ আগস্ট ২০৮ জনের নাম উল্লেখ করে শাহবাগ থানার উপপরিদর্শক শামীম মীর মালত বাদী হয়ে মামলা করেন। মামলায় অজ্ঞাত তিন হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাম্প্রদায়িকতা উসকে দেওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্য রিমান্ডে
রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন ব্যবসায়ী তানভীর
রিমান্ড শেষে কারাগারে তৌফিক-ই-ইলাহী 
সাবেক এমপি শাহে আলমের ৩ দিনের রিমান্ড