• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

দুদকের মামলায় স্থায়ী জামিন পেলেন লুৎফর রহমান বাদল

আরটিভি নিউজ

  ২৯ আগস্ট ২০২৪, ১৮:৩৯
লুৎফর রহমান বাদল (ফাইল ফটো)

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী লুৎফর রহমান বাদল।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে দুদকের দুই মামলায় জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তাকে স্থায়ী জামিন দেন।

লুৎফর রহমান বাদলের আইনজীবী মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়। অভ্যন্তরীণ পরিস্থিতি খারাপ থাকায় দেশের বাইরে ছিলাম। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে এসেছি। আদালতের কাছে ন্যায় বিচার পাবো বলে বিশ্বাস করি।’

নিজের বিরুদ্ধে দায়ের হওয়া অন্যান্য মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলোতেও আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন তিনি।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালমান এফ রহমানকে সরিয়ে আইএফআইসি ব্যাংকের নতুন পর্ষদ গঠন
সালমান এফ রহমানের পদত্যাগের দাবিতে আইএফআইসি ব্যাংকে বিক্ষোভ