• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. ইউনূসের অফিস শুরু 

আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৮
ড. ইউনূস
ছবি: সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হলেও গত ২৪ দিন অফিস করেছেন অস্থায়ী কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এরই মধ্যে সরকারের সঙ্গে বিভিন্ন রাষ্ট্রদূতদের সাক্ষাৎসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ এখন থেকেই করতে হয়েছে প্রধান উপদেষ্টাকে। অবশেষে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের জন্য নির্ধারিত তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস শুরু করেছেন।

নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়েই প্রধান উপদেষ্টার কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য নিশ্চিত করেছেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেন।

ক্ষমতা ছেড়ে শেখ হাসিনার দেশত্যাগের দিন গণভবনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভাঙচুর হয়। এতে স্থাপনাগুলো কাজের অনুপযোগী হয়ে পড়ে। টানা ১৫ দিনব্যাপী সংস্কার কাজ করে প্রস্তুত করা হয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়। ইতোমধ্যে কার্যালয়ের বাইরে-ভেতরে নামফলক পরিবর্তন করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

প্রধান উপদেষ্টার সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের বসার কক্ষও ঠিকঠাক করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসান আরিফের মৃত্যুতে প্রধান উপদেষ্টা-রাষ্ট্রপতির শোক
দারিদ্র্য বিমোচনের মহান দায়িত্ব তরুণদেরই বহন করতে হবে: ড. ইউনূস
যে কারণে ড. ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিলেন ড. ইউনূস