• ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
logo

নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৬
প্রধান উপদেষ্টা
সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন। এ সময় তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদিবেন। তবে কবে তিনি এই সফর করবেন তা এখনো নিশ্চিত করেনি প্রধান উপদেষ্টার অফিস।

রোববার (১ সে‌প্টেম্বর) দুপুরে সাংবাদিকদের ব্রিফকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ সফরের কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন, সে সিদ্ধান্ত হয়েছে। এখন আমি ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছি। তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। ওয়াশিংটনে গেলে হয়তো আরও কিছু কাজ হতে পারত। কিন্তু তিনি অল্প সময়ে খুব তাড়াতাড়ি নিউইয়র্ক থেকে ফিরে আসবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা কবে নিউইয়র্ক যাচ্ছেন তা আরেকটু সময় যাক, পরে সেটি বোঝা যাবে।

সফরকালে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সুনির্দিষ্টভাবে বলতে পারছি না। এটা তো গেলে হবেই। কিছু কিছু কথাবার্তা হচ্ছে। কিছু বৈঠক হবে এটুকু বলতে পারি। সব ক্ষেত্রে হেড অব স্টেট যান এমনটা তো নয়। নিউইয়র্কে যে ফরম্যাট সেভাবে হবে। ওয়াশিংটনে তো তিনি (প্রধান উপদেষ্টা) যাবেন না।

আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা। আশা করা হচ্ছে, ওই সময়ে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশন যোগ দেবেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহজালালে আরেকটি ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা
থেরেসা মে’র সঙ্গে বৈঠক, শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার