• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

সংবিধান সংশোধনে গণপরিষদ আহ্বান করা হবে: নাহিদ

আরটিভি নিউজ

  ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৪
সংগৃহীত ছবি

তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, গণপরিষদ আহ্বান করে বাংলাদেশের সংবিধান সংশোধন করা হবে। এক্ষেত্রে সব রাজনৈতিক দলের মতামত ও যথাযথ আইনি প্রক্রিয়া মানা হবে।

রোববার (১ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদিরা সিম্পসনের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন নাহিদ ইসলাম। বৈঠকে অস্ট্রেলিয়ার ডেপুটি হেড অব মিশন ক্লিংটন প্রবকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ক্লিংটন প্রবক বাংলাদেশের সংবিধান সংশোধন বিষয়ে উপদেষ্টা নাহিদের কাছে জানতে চান। তিনি বলেন, ‌‘এটা জাতীয় নির্বাচনের আগে হবে, নাকি নির্বাচিত সরকারের কাছে একটা রূপরেখা প্রণয়ন করে দেওয়া হবে।’

জবাবে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘যেহেতু আমরা দেশকে পুনর্গঠন করতে চাই, তাই সংবিধান সংশোধন আবশ্যক। আমরা চাই জনগণের কথাই সংবিধানে উঠে আসুক। সংবিধান সংশোধনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। যথাযথ প্রক্রিয়া মেনে গণপরিষদ আহ্বান করে আমরা সংবিধান সংশোধন করবো।’

আলোচনা শুরুতে অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানানোয় অস্ট্রেলিয়ার সরকারকে ধন্যবাদ জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এটি ছাত্র-জনতার সরকার। এ সরকারের মূল লক্ষ্য নতুন বাংলাদেশ পুনর্গঠন করা। এজন্য অস্ট্রেলিয়ার সরকারের সহযোগিতা প্রয়োজন।’

তিনি বলেন, ‘বাংলাদেশের যুবসমাজ তথ্যপ্রযুক্তিতে আগ্রহী এবং পারদর্শী। এ খাতে যুবসমাজকে অধিকতর দক্ষ করে গড়ে তুলতে অস্ট্রেলিয়ার সহযোগিতা প্রত্যাশা করি। পাশাপাশি সাইবার সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্যও অস্ট্রেলিয়াকে অনুরোধ করবো।’

ঢাকায় অস্ট্রেলিয়ার ডেপুটি হেড অব মিশন ক্লিংটন প্রবক তাদের দুটি প্রকল্প- এআই বেইজড সলিউশন এবং সাবমেরিন ক্যাবলে অস্ট্রেলিয়া সরকারের নতুন সংস্করণ, যার নাম ক্যাবল কানেক্টিভিটি অ্যান্ড রেজেলিয়্যান্স সেন্টারের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘এ দুটো প্রকল্প নিয়ে আমরা বাংলাদেশের সঙ্গে কাজ করতে চাই। এআই বেইজড সলিউশন অনেকটা গুগল ট্রান্সলেটের মতো। বিশেষ করে পার্বত্য অঞ্চলে বসবাসকারী চাকমা, মারমারা তাদের মাতৃভাষায় কথা বললে তা লিখিতভাবে স্ক্রিনে ভেসে উঠবে।’

দুটি প্রকল্পের পুরো প্রক্রিয়া ও বিষয়টি অবগত হয়ে এক্ষেত্রে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার একসঙ্গে কাজ করতে সম্মত হন উপদেষ্টা নাহিদ ইসলাম।

অস্ট্রেলিয়ান হাইকমিশনার তথ্যপ্রযুক্তি খাতে অগ্রাধিকার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আমরা এমন একটি তথ্যপ্রযুক্তি সেক্টর গড়ে তুলতে চাই, যা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের সময় গণহত্যা চালানো হয়েছে। নৃশংস এ হত্যাকাণ্ডের আন্তর্জাতিকভাবে বিচার করতে চাই আমরা। বিশ্ববাসী জানুক, বাংলাদেশের আন্দোলনরত ছাত্র-জনতার সঙ্গে কী নিষ্ঠুর আচরণ করা হয়েছে। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করছি।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চার সংস্কার কমিশনের প্রতিবেদনে যেসব সুপারিশ থাকছে
প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিলো চার কমিশন
অপরাধে জড়িত সব কর্মকর্তাকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা