• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ব্যাকলগ কমিয়ে দ্রুত ভিসা ইন্টারভিউ আয়োজনের আহ্বান

আরটিভি নিউজ

  ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪২

বাংলাদেশে অবস্থানরত অভিবাসন ভিসায় যুক্তরাষ্ট্রে গমনে প্রত্যাশী পরিবার সদস্যদের নিয়ে গঠিত সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘ইউএসএস ইমিগ্র্যান্ট ভিসা পেন্ডিং কেস হোল্ডারস কমিউনিটি ফরম বাংলাদেশ’ এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক পুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর ব্লসম হোটেলে গত শুক্রবার (৩০ আগস্ট) সংগঠনের মডারেটর কমল সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে শতাধিক পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন হোটেল ব্লসম লিমিটেডের পরিচালক হাসান মন্ডল এবং সিইও তসলিম বক্স।

কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ফ্যামেলি বেইসড ইমিগ্রেশন ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ‘ইউএসএস ইমিগ্র্যান্ট ভিসা পেন্ডিং কেস হোল্ডারস কমিউনিটি ফরম বাংলাদেশ’ এর এডমিন মো: মিনহাজ উদ্দিন, মডারেটর মুর্শেদ আহমদ চৌধুরী, মাহবুব রেজওয়ান, সৈয়দ মন্জুরুল হক, কে. এম শফিকুল ইসলাম, মো: আশরাফুল হক এবং কমল সিদ্দিকী।

গ্রুপের মাধ্যমে প্রাপ্ত তথ্য আমেরিকার ভিসা প্রসেস প্রক্রিয়া দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করায় সহায়ক হওয়ায় উপস্থিত সদস্যরা এডমিন ও মডারেটরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় সদস্যরা দীর্ঘ দুই বৎসরেও কোভিড-১৯ জনিত কারনে সৃষ্ঠ ব্যাকলগ শেষ না হওয়ায় হতাশা ব্যক্ত করেন। পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম দ্রুত শুরু করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ইউএস স্টেইট ডিপার্টমেন্ট এবং দূতাবাস প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়