• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিয়োগ দেবে কুয়েত

আরটিভি নিউজ

  ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩২
দক্ষ কর্মী
সংগৃহীত

বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদার করার প্রচেষ্টায় কুয়েত বাংলাদেশ থেকে দক্ষ কর্মীসহ আরও মানবসম্পদ নিয়োগ করবে। উপসাগরীয় অঞ্চল আমিরাতেই তিন লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছে। বাংলাদেশ থেকে আরও নিয়োগ দিতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এ কথা জানান বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি।

এসময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দূতের প্রশংসা করে বলেন, তিনি বাংলাদেশের চমৎকার বন্ধু এবং আশা প্রকাশ করেন যে তিনি আগামী দিনেও এই ভূমিকা অব্যাহত রাখবেন। বাংলাদেশ কুয়েতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা করছে।

কুয়েতে পাঁচ হাজারের বেশি বাংলাদেশি সেনা কর্মরত রয়েছে জানিয়ে ড. ইউনূস বলেন, আমরা আরও ডাক্তার, নার্স এবং প্রকৌশলী পাঠাতে চাই।

বৈঠকে অর্থনৈতিক সম্পৃক্ততা, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি সহযোগিতার বিষয় তুলে ধরা হয়।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে বৃহত্তর সহযোগিতা চাই।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়েতে তাপমাত্রা নেমেছে মাইনাস ৩ ডিগ্রিতে
শাহজালাল বিমানবন্দরে ভেঙে পড়ল কুয়েত এয়ার ওয়েজের প্লেনের দরজা
কুয়েত সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা
কুয়েতে ছুরিকাঘাতে বাংলাদেশি খুন