• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

সার্ক-বিমসটেকের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ-নেপাল

আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১১
সার্ক-বিমসটেকের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ-নেপাল
ফাইল ছবি

সার্ক ও বিমসটেকের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করা গুরত্বপূর্ণ বলে মনে করছে বাংলাদেশ ও নেপাল।

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উভয়পক্ষই এ বিষয়ে একমত পোষণ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নেপালি রাষ্ট্রদূত নতুন নিয়োগের জন্য পররাষ্ট্র উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রতি নেপালের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে অভিনন্দন বার্তা এবং এবং শুভ কামনা জানিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টাও এ সময় বাংলাদেশ ও নেপালের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সম্পর্ক আরও জোরদারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

উভয়পক্ষই বাণিজ্য, সংযোগ, জ্বালানি ও শিক্ষাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই ক্যাটাগরিতে সেনাবাহিনীতে নিয়োগ
বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন আমির মামুনুল হক
চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হচ্ছে দুটি নতুন ট্রেন
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত