• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

সচিবালয়ে শিক্ষার্থী-আনসার সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু

আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪১
সংগৃহীত ছবি

রাজধানীর সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনায় আহত শাহিন হাওলাদার (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শাহিন হাওলাদারের ছেলে রাজধানীর কবি নজরুল কলেজের হাসান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহের কাজ করছিলেন তিনি। পরে রাতে শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ের সামনে যান। তার বাবা রেন্ট-এ-কারে গাড়ি চালান। তিনি (হাসান) সচিবালয়ের সামনে আছেন জেনে তাকে নিতে তার বাবা সেখানে আসেন। এ সময়ে তার বাবা সংঘর্ষের মাঝে পড়েন। আনসারদের মারধরে তিনি আহত হন। সেদিন রাতে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। আজ তিনি মারা গেলেন।’

জানা গেছে, শাহিন বাগেরহাট জেলার মোংলা উপজেলার আবদুস সোবাহান হাওলাদারের ছেলে। তিনি রাজধানীর দক্ষিণ গোড়ান এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি কলেজের মর্গে রাখা হয়েছে।

প্রসঙ্গত, চাকরি জাতীয়করণের দাবিতে গত ২৫ আগস্ট দিনভর সচিবালয় ঘেরাও করে রাখার পর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিলেন আনসার সদস্যরা। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছিলেন।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক সংসদ সদস্য এনামুল গ্রেপ্তার
যেভাবে পালিত হলো ‘স্বৈরাচারের চল্লিশা’
ফরহাদ হোসেনের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ
অবিরাম বৃষ্টিতে রাজধানীবাসীর ভোগান্তি চরমে