• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি

আরটিভি নিউজ

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৮
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি
ফাইল ছবি।

আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

বুধবার (৪ সেপ্টেম্বর) তিনি পদত্যাগের কথা জানান।

আওয়ামী সরকারের পতনের পর অ্যাটর্নি জেনারেলসহ বেশির ভাগ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। তবে তখনও সুজিত চ্যাটার্জিসহ কয়েকজন আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ অবস্থায় গত ২৮ আগস্ট অন্তর্বর্তী সরকার আগের নিয়োগ বাতিল করে নতুন করে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি ও ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়। নতুন নিয়োগেও সুজিত চ্যাটার্জি ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে পুনরায় নিয়োগ পান।

এই নিয়োগের পর সুজিত চ্যাটার্জি বাপ্পী, সাইফুদ্দিন খালেকসহ ১৫ আইন কর্মকর্তার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করছিল আইনজীবীদের একটি অংশ। তার জেরেই পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি।

উল্লেখ্য, সুজিত চ্যাটার্জি বাপ্পী মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালমান-পলক ফের রিমান্ডে
টিউলিপের পদত্যাগের পর প্রেস উইংয়ের বিবৃতি
টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী 
পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক