• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি

আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৪
ছবি সংগৃহীত।

সেপ্টেম্বর মাসে টানা চার দিনের ছুটি ভোগ করার সুযোগ আসছে সরকারি চাকরিজীবীদের জন্য। এজন্য তাদের মাঝের একদিনের ছুটি ‘ম্যানেজ’ করতে হবে। আগামী ১৫ সেপ্টেম্বর (রোববার) ছুটি কোনোভাবে ‘ম্যানেজ’ করতে পারলেই টানা চার দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আগামী ১৬ সেপ্টেম্বর (সোমবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী হওয়ায় এই সুযোগ সৃষ্টি হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ১৬ সেপ্টেম্বর (সোমবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে দেশে।

বর্ষ পঞ্জিকা অনুসারে, ঈদে মিলাদুন্নবীতে বাংলাদেশে সরকারি ছুটি থাকে। তাই সোমবার (১৬ সেপ্টেম্বর) সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। এর আগে শুক্র ও শনিবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটি। পরদিন রোববার অফিস খোলা।

উল্লেখ্য, গত বছরের ২৫ অক্টোবর ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তখন জানানো হয়, ২০২৪ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে দুই দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। তবে, এ বছর শেখ হাসিনা সরকারের পতনের পর ১৫ আগস্ট শোক দিবসের ছুটি বাতিল করা হয়।


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৪ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি, খোলা থাকবে হল
ছুটির দিনেও ঢাকা বায়ুদূষণের শীর্ষে
চাকরি দেবে মীনা বাজার, ছুটি সপ্তাহে ২দিন
আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতির মুখে ২৫ কারখানায় ছুটি