বিএনপির কর্মী হত্যা

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি কারাগারে

আরটিভি নিউজ

শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪ , ০৪:২৭ পিএম


ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি কারাগারে
ফাইল ছবি।

কোটা আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক কর্মীকে গুলি করে হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

শনিবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এ আদেশ দেন। 

এদিন, রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. সাদেক। অন্যদিকে, আসামির আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক দিলীপ কুমারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিএনপিকর্মী হৃদয় আহম্মেদকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় গত ২২ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা হয়।

মামলায় দিলীপ কুমার আগরওয়ালা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৬১ জনকে আসামি করা হয়।

এরপর গত ৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডিকে গ্রেপ্তার করে র‌্যাব-১। পরদিন আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দিলীপ কুমারের বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থপাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে।

এ ছাড়া তার বিরুদ্ধে দুবাই ও সিঙ্গাপুরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ভারতের কলকাতায় তিনটি জুয়েলারি দোকান ও ১১টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করে পাচার করেছেন বলে তথ্য রয়েছে।

শুধু তাই নয়, ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে অন্তত ২৫ হাজার কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission