• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

১৬ বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে: হাসান আরিফ

আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩২
১৬ বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে: হাসান আরিফ
ছবি: সংগৃহীত

১৬ বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ সম্মেলন কক্ষে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাসান আরিফ বলেন, সাধারণ মানুষের সেবক না করে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি করা হয়েছে।

তিনি বলেন, সবার দাবি সংস্কার, সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার। ১৬ বছরের অনিয়ম সংস্কার করতে একটু সময় লাগবে।

সংবিধান সংস্কারের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ছাত্রজনতা কোনো প্রক্রিয়ায় সংবিধান সংস্কার চায় সেজন্য তাদের সঙ্গে আলোচনা করতে হবে। তারা কি নতুন কোনো সংবিধান চায় নাকি আগের সংবিধানকে সংস্কার চায় সেটা ছাত্রজনতাই বলতে পারবে। আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নেবে।

এ সময় ডেঙ্গু অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে জানিয়ে হাসান আরিফ বলেন, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য একজনও যাতে ডেঙ্গু রোগে মারা না যায়।

তিনি আরও বলেন, সবাইকে সচেতন হতে হবে। প্রতিরোধ ব্যবস্থার দিকে বেশি মনোযোগ দিতে হবে। গবেষণা বাড়াতে হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরও ৩৯ ডেঙ্গু রোগী হাসপাতালে
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৫৭
ডেঙ্গুতে ৫ দিন পর ১ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫
একদিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু