তুরস্কে রোবটিক্স প্রতিযোগিতায় রানারআপ ‘মঙ্গল বারতা’ দলকে সংবর্ধনা
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ‘মঙ্গল বারতা’ দলের সাফল্য উদযাপনে অনুষ্ঠিত হয়েছে এক সংবর্ধনা অনুষ্ঠান। তুরস্কের আঙ্কারায় আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতায় দলটি রানারআপের কৃতিত্ব অর্জন করে।
রোববার (৮ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, প্রতিযোগিতায় ২১টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দুই শতাধিকেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে, যেখানে প্রতিটি দল মঙ্গল, চাঁদ এবং ভূ-পৃষ্ঠের সঙ্গে সাদৃশ্য মাঠে চারটি মিশন সম্পন্ন করে।
এ সংবর্ধনা অনুষ্ঠানে এমআইএসটির কমান্ড্যান্ট, সব ডীন ও বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, ‘মঙ্গল বারতা’ দলের সদস্যদের অভিভাবক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দলের সদস্যরা তাদের প্রতিযোগিতার অভিজ্ঞতা বর্ণনা করেন।
মন্তব্য করুন