• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ

আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫২
ফাইল ছবি।

পলিথিন ও পলিপ্রপিলিনের ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আগামী ১ অক্টোবর থেকে সুপারশপে এসব ব্যাগ ব্যবহার করা যাবে না।

সোমবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, সুপারশপে কোনো পলিথিন শপিং ব্যাগ ও পলিপ্রপিলিনের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদেরও দেওয়া যাবে না। বিকল্প হিসেবে পাট ও কাপড়ের ব্যাগ রাখা যাবে।

রিজওয়ানা হাসান বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে বিষয়টি ব্যাপকভাবে প্রচার হবে। পত্রিকায় গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে।

এ ছাড়া পরিবেশ অধিদপ্তর ইএসডিও’র সঙ্গে মিলে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিকল্প পরিবেশবান্ধব উপাদানে তৈরি, পাট বা বস্ত্রের ব্যাগের উৎপাদনকারীদের নিয়ে একটি মেলার আয়োজন করা হবে বলেও জানান তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, সব সুপারশপের সঙ্গে সভা করে পাটের শপিং ব্যাগের সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/আরএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পলিথিন উৎপাদনের অভিযোগে কারখানা মালিককে কারাদণ্ড
‘দুই মাসে ৬০ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ২৯ লাখ’
পাইকগাছায় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ
দেড় মাসে ৫০ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা ২৫ লাখ