ট্রাইব্যুনালের বিচারকাজ সরাসরি সম্প্রচার হবে এমনটা বলিনি, দাবি তাজুল ইসলামের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বরাতে এমন তথ্য দিয়ে খবর প্রচার করা হচ্ছে। বিষয়টিকে ভুল ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম।
সোমবার (৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।
ওই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমার বরাত দিয়ে ‘মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বিচার সরাসরি সম্প্রচার করা হবে’, এরূপ একটি বক্তব্য কোনো কোনো গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। এটি সঠিক নয়। আমার বক্তব্যে এমন কিছু আমি বলিনি।
বিভিন্ন গণমাধ্যমে ‘সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া গণহত্যা মামলার বিচার সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত হয়েছে’ তাজুল ইসলামের বক্তব্য হিসেবে এমন তথ্য প্রচার করা হচ্ছে।
মন্তব্য করুন