• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

টরন্টোতে ফ্লাইট বাড়াচ্ছে বিমান, টিকেটে বিশেষ ছাড়

আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪০
ফাইল ছবি

যাত্রী চাহিদা বৃদ্ধির কারণে ঢাকা-টরন্টো-ঢাকা রুটে ফ্লাইট সপ্তাহে দুটি থেকে তিনটিতে উন্নীত করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে টরন্টো ফ্লাইট পরিচালিত হবে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিমানের মহাব্যবস্থাপক-জনসংযোগ বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামী ৩১ অক্টোবর থেকে প্রতি বৃহস্পতিবার অতিরিক্ত একটি ফ্লাইট টরন্টো রুটে যোগ করা হয়েছে। এর ফলে ৩১ অক্টোবর থেকে ঢাকা-টরন্টো-ঢাকা রুটে সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার তিনটি ফ্লাইট চলবে। বর্তমানে এই রুটে শুধু মঙ্গলবার ও শনিবার একটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে।’

জানা গেছে, এরই মধ্যে ঢাকা-টরন্টো-ঢাকা রুটের টিকিটগুলো উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবারের ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৬ মার্চ ঢাকা থেকে টরন্টো রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই বছরের ২৭ জুলাই এই রুটে বাণিজ্যিক ফ্লাইট চালু করা হয়। বর্তমানে এই রুটে গড়ে প্রতি ফ্লাইটে ৯০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করছে, যা অভাবনীয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা
লেবানন থেকে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি
ঘন কুয়াশায় ফ্লাইট ওঠানামায় বিঘ্ন
শিগগিরই বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু