• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

ঢাকার আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে আরও ২ হত্যা মামলা

আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪২
ঢাকার আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে আরও ২ হত্যা মামলা
ফাইল ছবি।

ঢাকার পৃথক আদালতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুই হত্যা মামলা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়।

দুটি মামলার মধ্যে কোটা আন্দোলনে অটোরিকশাচালক সালাম বাবুকে গুলি করে হত্যার অভিযোগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বাবা বাবা তোফাজ্জল হোসেন।

পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে উত্তরা পূর্ব থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এ ছাড়া সেলিম আলী শেখ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শেখ হাসিনাসহ ২৫ জনের নামে মামলা করা হয়েছে। নিজেকে সচেতন নাগরিক হিসেবে দাবি করে মামলাটি করেন মামুন নামে এক ব্যক্তি।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আতিকুল ইসলাম, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর মডেল থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বরে সেলিম আলী এবং গত ২২ জুলাই রাতে উত্তরায় গুলিবিদ্ধ হয়ে মারা যান সালাম বাবু।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা ও হাসিনার দেশে ফেরা নিয়ে খবরটি ভুয়া
বিশ্ব শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা বুঝতে পেরেছে: প্রেস সচিব
শেখ হাসিনাকে ফেরাতে ঢাবি ভিসিকে বিপ্লবী ছাত্র পরিষদের স্মারকলিপি
প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনকে অব্যাহতি