• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

ইনু-মেনন-পলক-মামুনের জামিন আবেদন নাকচ

আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০
ইনু-মেনন-পলক-মামুনের জামিন আবেদন নাকচ
ফাইল ছবি

সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তাদের আদালতে তুলে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।

এদিকে একইদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীতে দায়েরকৃত পৃথক আরও চারটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে।

এছাড়া একই আন্দোলনে খিলগাঁওয়ে মিজানুর নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে করা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে এদিন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট সাইফুর রহমান তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামে এক মুদি দোকানি নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় গত ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন আবদুল্লাহ আল মামুন। ইতোমধ্যে এ মামলায় তাকে ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে আবারও তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

এছাড়া একটি মামলায় হাসানুল হক ইনুরও ৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়। একইসঙ্গে, রাশেদ খান মেনন ও জুনাইদ আহমেদ পলককেও কয়েক দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাহাত ফতেহ আলীর কনসার্ট উপলক্ষে ডিএমপির নির্দেশনা
জনতা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, সরাসরি আবেদনের সুযোগ
পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহত, ৩ আসামির ৫ দিনের রিমান্ড আবেদন
বন্ডের বিনিময়ে কলকাতার আদালতে জামিন মিলল পি কে হালদারের