• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

প্রাক-নিবন্ধনে অনিয়ম, হজ এজেন্সিকে শোকজ

আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৩
প্রাক-নিবন্ধনে অনিয়ম, হজ এজেন্সিকে শোকজ
ফাইল ছবি

অনুমোদিত ইমেইল আইডি ব্যবহার না করে অন্য আইডির মাধ্যমে প্রাক-নিবন্ধন কার্যক্রম চালানোর দায়ে রাইসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে একটি হজ এজেন্সিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

নোটিশে বলা হয়, রাইসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ২০২৪-এর যোগ্য এজেন্সির তালিকায় অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এবার হজযাত্রীর প্রাক-নিবন্ধন বা নিবন্ধন করে হজ কার্যক্রমে অংশগ্রহণ করেনি তারা।

এতে আরও বলা হয়, এই এজেন্সির মাধ্যমে এবার ২৬ জন হজযাত্রী প্রাক-নিবন্ধন করেছেন। কিন্তু অনুমোদিত ইমেইল আইডি ব্যবহার না করে অন্য আইডি ও ব্যক্তির মাধ্যমে এই প্রাক-নিবন্ধন করা হয়েছে। এর মাধ্যমে ওই এজেন্সি ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ লঙ্ঘন করেছে।

সে কারণে রাইসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এর জবাব পাঁচ কার্যদিবসের মধ্যে হজ অনুবিভাগে দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশে।

আরটিভি/এসএইচএম/এ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই আন্দোলন হলো বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি: উপদেষ্টা ফারুকী
ভারত-পাকিস্তান সীমান্তে স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব শেহজাদের
হাসান আরিফের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়: মির্জা ফখরুল
মেহজাবীনের ‘প্রিয় মালতী’ মুক্তি পাচ্ছে আজ