• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি ৭ দিনের রিমান্ডে

আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৭
ছবি: সংগৃহীত

শিক্ষার্থী সাকিব হাসান হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মোজাহিদুল ইসলাম তার জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ২ সেপ্টেম্বর ঢাকা মহানগর দক্ষিণের ৬৩নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক আবু বকর যাত্রাবাড়ী থানায় এ মামলা দায়ের করেন। এতে আবুল হাসান ৯৩ নম্বর আসামি।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় গত ১৮ জুলাই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ৩ থেকে ৪ হাজার নেতাকর্মী এবং পুলিশের ওয়ারী ও যাত্রাবাড়ী থানার সদস্যরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এসময় তাদের হাতে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, রড ও পিস্তল ছিল। ওই দিন বিকেল ৫টায় তারা শান্তিপূর্ণ সমাবেশের ওপর এলোপাতাড়ি গুলি ও মারপিট করতে থাকে। একপর্যায়ে সাকিব হাসান মারা যায়।

প্রসঙ্গত, টেকনাফ থানা পুলিশ গত ১৬ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার করে। পরে তাকে টেকনাফ থেকে ঢাকায় আনা হয়।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবদল নেতা হত্যা, আ.লীগ নেতা ৫ দিনের রিমান্ডে
ব্যারিস্টার সুমন দুই দিনের রিমান্ডে
আন্দোলনের পক্ষে ছিলাম, আমাকে বাঁচান: সাবেক ওসি মাজহারুল
ফের ৫ দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক