• ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১
logo

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার আছাদুজ্জামান মিয়া

আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১২
ছবি: সংগৃহীত

ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ৭ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এর আগে, গত ১১ সেপ্টেম্বর রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করে র‍্যাব।

পরে ১২ সেপ্টেম্বর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ‘ক্রসফায়ারের নামে হত্যার’ অভিযোগে তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুয়ার আসর থেকে ১৩ জুয়াড়ি গ্রেপ্তার
ময়মনসিংহে পিস্তল-গুলিসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার 
সাইফ আলীকে ছুরিকাঘাত, গ্রেপ্তারকৃত শেহজাদের বাড়ি ঝালকাঠি!
চট্টগ্রামে ছাত্রলীগ ও যুবলীগের ২ অস্ত্রধারী গ্রেপ্তার