• ঢাকা মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১
logo

চাঁদা দাবি

রংধনু গ্রুপের পরিচালক কারাগারে

আরটিভি নিউজ

  ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩২
রংধনু গ্রুপের পরিচালক কারাগারে
ফাইল ছবি

চাঁদা দাবির মামলায় রংধনু গ্রুপের পরিচালক মো. মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন, রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মিজানুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পাঁচ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে গত ৩০ এপ্রিল মাহবুব রহমান মিধু নামে এক ব্যক্তি বাদী হয়ে রংধনু গ্রুপের রফিকুল ইসলামসহ আটজনের নাম উল্লেখ করে খিলক্ষেত থানায় মামলা করেন। মামলার ৪ নম্বর এজাহারনামীয় আসামি মিজানুর।

এরপর গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর ভাটারা থানার যমুনা ফিউচার পার্ক এলাকায় অভিযান চালিয়ে রংধনু গ্রুপের পরিচালককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন আদালত তাকে দুই দিনের রিমান্ড দেন।

আরটিভি/আরএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনন্ত জলিলের বিরুদ্ধে আদালতের সমন জারি
আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে কারাগারে শিক্ষক
আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে : আসিফ নজরুল
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কারাগারে