সাবেক রেলমন্ত্রী সুজন ৫ দিনের রিমান্ডে
হত্যা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন, আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাবেক রেলমন্ত্রীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যা মামলায় গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের থেকে নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
উল্লেখ্য, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নূরুল ইসলাম সুজন আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে প্রথমবার অংশগ্রহণ করেন। ওই সময় নির্বাচনে পরাজিত হন।
এরপর ২০০৮ সালের নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন নূরুল ইসলাম সুজন। তারপর ২০১৪ সালের নির্বাচনে দ্বিতীয় এবং ২০১৮ সালের নির্বাচনে তৃতীয়বারের মতো নির্বাচিত হন তিনি। ওই সময় রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি।
আরটিভি/আরএ/এআর
মন্তব্য করুন