• ঢাকা সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১
logo

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক অতিরিক্ত অ্যাটর্নি মেহেদী হাসানকে

আরটিভি নিউজ

  ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫
ছবি: সংগৃহীত

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করে পুলিশ।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এদিন আসামিপক্ষে সিনিয়র অ্যাডভোকেট এহসানুল হক সমাজী জামিন চেয়ে শুনানি করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এর আগে, ১০ সেপ্টেম্বর অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর সময় ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মো. মেহেদী হাসান চৌধুরী ও রিয়াজ মাহমুদের বিরুদ্ধে ডিএমপি আদাবর থানা ও জিএমপি বাসন থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলার আসামি।

আরটিভি/একে/এআর

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গাজীপুর থেকে জাবি শিক্ষার্থী রায়হান গ্রেপ্তার
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার
হত্যা মামলায় আরও ৮ দিনের রিমান্ডে গোলাম দস্তগীর গাজী