• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

আরটিভি নিউজ

  ২২ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৫
ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ।

রোববার (২২ সেপ্টেম্বর) ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা সম্বলিত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

চিঠিতে ওবায়দুল কাদেরের নামে থাকা ব্যাংক হিসাবে কত টাকা জমা হয়েছে, কবে জমা হয়েছে, কে জমা করেছে, এ ধরনের বিস্তারিত তথ্য জানতে চেয়ে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। এর আগে, গত ২৭ আগস্ট ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করে বিএফআইইউ।

বিএফআইইউর নির্দেশনায় ওবায়দুল কাদেরের পিতা-মাতার নাম, স্ত্রীর নাম, জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্র ও স্মার্টকার্ডের তথ্য উল্লেখ করা হয়েছে।

২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন ওবায়দুল কাদের। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ছিলেন তিনি।

আরটিভি/এসএইচএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনতা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, সরাসরি আবেদনের সুযোগ
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
ব্যাংক ডাকাতির ঘটনায় নতুন তথ্য জানাল পুলিশ
বিএফআইইউর প্রধান নিয়োগে আলোচনায় বিতর্কিতদের নাম