• ঢাকা শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১
logo

ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

আরটিভি নিউজ

  ২২ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৫
ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ।

রোববার (২২ সেপ্টেম্বর) ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা সম্বলিত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

চিঠিতে ওবায়দুল কাদেরের নামে থাকা ব্যাংক হিসাবে কত টাকা জমা হয়েছে, কবে জমা হয়েছে, কে জমা করেছে, এ ধরনের বিস্তারিত তথ্য জানতে চেয়ে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। এর আগে, গত ২৭ আগস্ট ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করে বিএফআইইউ।

বিএফআইইউর নির্দেশনায় ওবায়দুল কাদেরের পিতা-মাতার নাম, স্ত্রীর নাম, জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্র ও স্মার্টকার্ডের তথ্য উল্লেখ করা হয়েছে।

২০১৬ সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন ওবায়দুল কাদের। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ছিলেন তিনি।

আরটিভি/এসএইচএম-টি

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেনজীর-ইনুসহ ৯ এমপি-প্রতিমন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
মেয়েসহ সাবেক এমপি বাহারের ব্যাংক হিসাব জব্দ
সাবেক ক্রিকেটার দুর্জয়ের ব্যাংক হিসাব তলব
সখীপু‌রে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তা‌র