• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যোগ দেবেন না মিজানুল ইসলাম

আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যোগ দেবেন না মিজানুল ইসলাম
ফাইল ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবী মিজানুল ইসলাম।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

মিজানুল ইসলাম বলেন, টিমে যোগ না দেওয়ার বিষয়টি ইতোমধ্যে আইন মন্ত্রণালয়কে জানিয়েছি। আমার বয়স ৬৪ বছর। এ অবস্থায় রাজশাহী থেকে ট্রাইব্যুনালে গিয়ে মামলা পরিচালনা করা কষ্টকর, তাই এ সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে, গত ৭ সেপ্টেম্বর তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়।

তাজুল ইসলাম ছাড়াও ট্রাইব্যুনালে আরও চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেয় সরকার। তারা হলেন মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ এবং আব্দুল্লাহ আল নোমান।

এ ছাড়া গত ১৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাও পুনর্গঠন করা হয়েছে। সেখানেও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় মিজানুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীর মৃত্যু 
আইনজীবী আলিফ হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি রিপন দাসের
১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরের খালাস চাইলেন আইনজীবী
আইনজীবী আলিফ হত্যার দায় স্বীকার করে চন্দনের জবানবন্দি