• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

রংধনু গ্রুপের পরিচালক ১০ দিনের রিমান্ডে

আরটিভি নিউজ

  ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৮
রংধনু গ্রুপের পরিচালক
সংগৃহীত ছবি

হত্যাসহ চার মামলায় রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালত এ আদেশ দেন।

এদিন মিজানুর রহমান মিজানকে আদালতে হাজির করে পুলিশ চারটি মামলায় মোট ৩১ দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালত শুনানি শেষে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে মিজানের জামিন আবেদনও নামঞ্জুর করেন আদালত।

জানা গেছে, গত ৫ আগস্ট বিকেলে রূপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান চনপাড়া নব কিশলয় উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রোমান মিয়া। পরে এ ঘটনায় পরিবারের দায়ের করা হত্যা মামলায় আসামি করা হয় রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানকে। সেই মামলায় গত ১৭ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ভাটারা এলাকা থেকে মিজানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসেন খান জানান, মিজানুর রহমানকে আদালতে হাজির করার পর তদন্ত কর্মকর্তা রোমান হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া অন্যতিন মামলায় সাতদিন করে একুশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই মামলায় দুইদিন করে চারদিন ও এক মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন। অর্থাৎ চার মামলায় আদালত মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তিনি বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে শিক্ষার্থী রোমান মিয়া হত্যাসহ চারটি মামলার পাশাপাশি অর্থ পাচারের অভিযোগও রয়েছে। তাকে রিমান্ডে সুনির্দিষ্টভাবে জিজ্ঞাসাবাদ করলে এসব মামলার অগ্রগতিসহ তার আরও নানা অজানা অপরাধের তথ্য বেরিয়ে আসবে বলে আমরা মনে করি।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক সচিব ইসমাইল হোসেন রিমান্ডে
পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বন্ডের বিনিময়ে কলকাতার আদালতে জামিন মিলল পি কে হালদারের 
ট্রান্সকম গ্রুপের সিমিন রহমানসহ ৫ আসামিকে অব্যাহতি