• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

জেনারেল আজিজের ২ ভাইয়ের এনআইডি বাতিল

আরটিভি নিউজ

  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫০
ছবি: সংগৃহীত

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিস ও জোসেফের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে ইসির এনআইডি বিভাগের মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদার গণমাধ্যমকে বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের তদবিরে তার দুই ভাই হারিস ও জোসেফের নামে চারটি জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়েছিল। ওই জাতীয় পরিচয়পত্রগুলোতে ভুয়া তথ্য দেওয়ার প্রমাণ মিলেছে। সে কারণে তাদের চারটি পরিচয়পত্রই বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, এখন থেকে তারা এনআইডি সংক্রান্ত আর কোনো সুবিধাই পাবেন না।

উল্লেখ্য, ২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। নিজেদের নামের পাশাপাশি মা-বাবার নামও বদল করেছেন আজিজ আহমেদের দুই ভাই হারিছ ও জোসেফ। হারিছ আহমেদ এনআইডিতে মোহাম্মদ হাসান এবং জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন তানভীর আহমেদ তানজীল। এ ছাড়া তারা ঠিকানাও পরিবর্তন করেছেন।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাতিল হওয়া বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নাম এখনো চূড়ান্ত হয়নি
শুধু হুংকার নয়, ভারতের ক্ষতিকর সব প্রকল্প বাতিল করুন: আনু মুহাম্মদ
বাতিল হচ্ছে আওয়ামী লীগ আমলের শিক্ষানীতি
বাতিল করা প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা করবে সরকার