• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

বাজারে ভোক্তার অভিযান

১০৬ প্রতিষ্ঠানকে জরিমানা

আরটিভি নিউজ

  ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ১০৬ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোক্তা অধিকার।

এতে বলা হয়, ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে ইলিশ মাছ, ডিম, ব্রয়লার মুরগি, পেঁয়াজ, রসুন, আলু, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করা হয়।

এদিন ঢাকা মেট্রোপলিটন এলাকাতে ভোক্তা অধিদপ্তরের ৮ জন কর্মকর্তার নেতৃত্বে ৮টি দল বাজারে অভিযান ও বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে।

এ ছাড়া দেশের অন্যান্য বিভাগীয় শহরসহ মোট ৪৮টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। ৫৪টি দলের এই অভিযানের মাধ্যমে ১০৬টি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তর।

আরটিভি/আরএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাট হাসপাতালে দুদকের অভিযান, মিলেছে অনিয়মের প্রমাণ
ঝিনাইদহে ভেজাল গুড় কারখানায় অভিযান, জরিমানা
চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে দুই মাদককারবারি আটক 
চুয়াডাঙ্গা কাস্টমস অফিসে দুদকের অভিযান