• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ৬ দিনের রিমান্ডে

আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৩
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ৬ দিনের রিমান্ডে
ফাইল ছবি

ছাত্র আন্দোলনে বিএনপিকর্মী হৃদয় হত্যা মামলায় ডায়মন্ড ওয়াল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মহানগর গোয়েন্দা পুলিশ। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দিলীপ কুমারের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রাজধানীর গুলশান থেকে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে র‌্যাব-১।

গত ১৯ জুলাই কোটা আন্দোলন চলাকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপিকর্মী হৃদয় আহম্মেদ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২২ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা হয়।

মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৬১ জনকে আসামি করা হয়।

এদিকে দিলীপ কুমার আগারওয়ালারের বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থপাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে।

এ ছাড়া তার বিরুদ্ধে দুবাই ও সিঙ্গাপুরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ভারতের কলকাতায় তিনটি জুয়েলারি দোকান ও ১১টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করে পাচার করেছেন বলে তথ্য রয়েছে।

শুধু তাই নয়, ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে অন্তত ২৫ হাজার কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আরটিভি/আরএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত দিলো বিএনপির সঙ্গীরা
আখাউড়ায় বিএনপির পৌর কৃষক দলের নতুন কমিটির আনন্দ মিছিল
বিএনপির এক নেতা বহিষ্কার, দুজনকে শোকজ
চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত