• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি

আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৮
ছবি: সংগৃহীত

রাজধানীর আশুলিয়া এলাকায় একটি কারখানার মেকানিক্যাল হেলপার আশরাফুল ইসলাম হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৯ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান ভূইয়া ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলামের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন বিকেল ৩টা ১০ মিনিটের দিকে আশুলিয়া বাইপাইল এলাকায় ২ থেকে ৩ হাজার ছাত্রজনতা রাস্তায় নামে। এ সময় আসামিদের নির্দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হঠাৎ দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি বর্ষণ করতে থাকে। এক পর্যায়ে আশরাফুল ইসলাম পালাতে গিয়েও ওদের আক্রমণের মুখে পড়ে। তাদের আক্রমণের মুখেই আশরাফুল নিহত হন।

এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর ঢাকা ১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামকে প্রধান আসামি করে ৪১ জনের নামে মামলা দায়ের করেন নিহতের ভাই নাসির উদ্দিন। এ মামলায় জ্যোতি ২ নম্বর এজাহারনামীয় আসামি।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক সচিব ইসমাইল হোসেন রিমান্ডে
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, ভিডিও নিয়ে যা জানা গেল
পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহত, ৩ আসামির ৫ দিনের রিমান্ড আবেদন