• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

দুই সচিব ও ৬ অতিরিক্ত সচিবকে ওএসডি

আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩০
দুই সচিব ও ৬ অতিরিক্ত সচিবকে ওএসডি
ফাইল ছবি

দুই সচিব ও ছয় অতিরিক্ত সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব খায়রুল আলম সেখকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জিল্লুর রহমান চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জাকির হোসেন, একই বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম শামীম আক্তার, অতিরিক্ত সচিব মাহবুবের রহমান এবং বাংলাদেশ সড়ক পরিবহন অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান গৌতম চন্দ্র পালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

অন্যদিকে, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. এ কে এম মতিউর রহমানকে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিককে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান করা হয়েছে।

আরটিভি/আরএ/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক সচিব ইসমাইল হোসেন রিমান্ডে
বিমানবন্দরে আটক অবসরে যাওয়া সচিব ইসমাইল
যমুনা রেলসেতু উদ্বোধন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে: রেল সচিব
ফিলিস্তিন নিয়ে বক্তব্য দেওয়ায় ড. ইউনূসকে পিএলও মহাসচিবের ধন্যবাদ