• ঢাকা সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১
logo

১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ

আরটিভি নিউজ

  ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২৪
ফাইল ছবি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেছেন, জেলা প্রশাসক (ডিসি) পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় ১৭ জন উপসচিবকে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ড. মো. মোখলেস উর রহমান বলেন, ‘জেলা প্রশাসক পদে পদায়নের দাবিতে গত ১০ সেপ্টেম্বর সচিবালয়ে দিনভর হট্টগোল করেন উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে ১৭ জন উপসচিবকে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে কমিটি।’

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর সচিবালয়ে দিনভর হট্টগোল করার পর বিকেলে তারা মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের কক্ষে প্রবেশ করেন। এরপর সেখানে প্রায় আধা ঘণ্টা হট্টগোল করার সময় ডিসি হিসেবে পদায়নের আশ্বাস পেয়ে তারা মন্ত্রিপরিষদ সচিবের কক্ষ ত্যাগ করেন। পরে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরটিভি/এসএপি/এআর

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি চাকরির বয়স নির্ধারণে কমিটি গঠন করে প্রজ্ঞাপন
‘তিন কোটি টাকায় ডিসি’, সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি
আবু সাঈদ নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
৩০ নভেম্বরের মধ্যে সব কর্মচারীকে সম্পদের হিসাব দিতে হবে