• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

গণত্রাণের ৮ কোটি টাকা যাবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

আরটিভি নিউজ

  ০১ অক্টোবর ২০২৪, ২২:৫০
গণত্রাণের ৮ কোটি টাকা যাবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে
ফাইল ছবি

টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানের ঢলে সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামসহ বাংলাদেশের পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি জেলা। বন্যার্তদের সাহায্যার্থে ওই সময় রাজধানীসহ সারা দেশে ত্রাণ সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে ত্রাণ কার্যক্রমে সহায়তা করে দেশবাসী।

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচিতে সংগ্রহ হয় ১১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৪২০ টাকার টাকা, যার মধ্যে ১ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ২০৭ টাকা খরচ হয় পূর্বাঞ্চলের বন্যার্তদের সাহায্যার্থে। বাকি টাকা কোথায় গেল, এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয় গত কিছুদিন। পরে সমন্বয়কদের পক্ষ থেকে জানানো হয় উত্তোলিত বাকি টাকা জমা আছে দুটি ব্যাংক অ্যাকাউন্টে। বিষয়টি জন্ম দেয় নতুন আরেক বিতর্কের; কথা ওঠে, কী করা হবে এই টাকা দিয়ে।

এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হলো, অ্যাকাউন্ট দুটি থেকে ৮ কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে জমা দেওয়া হবে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। বাকি টাকা খরচ করা হবে উত্তরবঙ্গের বন্যার্তদের সাহায্যার্থে।

মঙ্গলবার (১ অক্টোবর) গণত্রাণের অডিট শেষে কত টাকা ফান্ডে আছে তা জানানো হয়। ত্রাণের এই টাকা কীভাবে খরচ করা হবে, পরে সে বিষয়েও জানান সমন্বয়করা।

তারা জানান, ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে। বাকি ১ কোটি ৯১ লাখ টাকা উত্তরবঙ্গে বন্যা কবলিত জেলাগুলোতে খরচ করা হবে।
আগামীকাল বুধবার (০২ অক্টোবর) থেকেই এ ত্রাণ কার্যক্রম শুরু হবে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।

এর আগে, অডিটর গোলাম ফজলুল কবির জানান, ১১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৪২০ টাকার ফান্ড সংগ্রহ হয়েছিল। এর মধ্যে নগদ আসে ৯ কোটি ৮৫ লাখ ১৫ হাজার ৪২৫ টাকা। মোবাইল ব্যাংকিং, প্রাইজবন্ড, ডলার ও অন্যান্য মাধ্যমে আসে বাকি টাকা। এর মধ্যে খরচ হয়েছে ১ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ২০৭ টাকা। বর্তমানে ব্যাংকের দুটি অ্যাকাউন্টে মোট ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা রয়েছে।

তিনি বলেন, ১০ সেপ্টেম্বর থেকে অডিট কাজ শুরু হয়ে শেষ হয় ২০ সেপ্টেম্বর। এ সময়ের মধ্যে কেবল আর্থিক অডিট হয়েছে। পণ্য ও পোশাক এবং ননক্যাশ অডিট সম্ভব হয়নি।

আরটিভি/এসএইচএম/এআর


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৩৮ কোটি টাকা অনুদান জাপানের
৩১৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেন, স্ত্রীসহ পাপুলের বিরুদ্ধে চার্জশিট
ভারত ও মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
সিলেট সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ