আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হলেন যারা

আরটিভি নিউজ

বুধবার, ০২ অক্টোবর ২০২৪ , ১০:৩৬ পিএম


আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হলেন যারা
ফাইল ছবি

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হলেন ৫৪ জন। 

বিজ্ঞাপন

বুধবার (২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আইনজীবীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। 

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার হাসানুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি সৈয়দ রেফাতক আহমেদের সভাপতিত্বে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত এনরোলমেন্ট কমিটির গত ৩ সেপ্টেম্বর ও ৯ সেপ্টেম্বর সভায় করে। 

বিজ্ঞাপন

সভায় প্রত্যেক সদস্যের মতামতের ভিত্তিতে নিম্নলিখিত আইনজীবীদের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) সিদ্ধান্ত গৃহীত হয়।

৫৪ জন আইনজীবী হলেন- সিনিয়র অ্যাডভোকেট শহীদুল ইসলাম, সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ এবি মাহমুদুল হক, সিনিয়র অ্যাডভোকেট আবু তারেক, সিনিয়র অ্যাডভোকেট শিকদার মকবুল হক, সিনিয়র অ্যাডভোকেট এ কে এম মজিবুর রহমান, সিনিয়র অ্যাডভোকেট মো. হারুনার রশিদ, সিনিয়র অ্যাডভোকেট মকবুল আহমেদ, সিনিয়র অ্যাডভোকেট মো. শহীদুল করিম সিদ্দিক, সিনিয়র অ্যাডভোকেট মো. হাফিজুল বারি, সিনিয়র অ্যাডভোকেট এ বি এম বায়েজিত, সিনিয়র অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান, সিনিয়র অ্যাডভোকেট মো. খালেদ আহমেদ সিনিয়র অ্যাডভোকেট মো. খলিলুর রহমান, সিনিয়র অ্যাডভোকেট অমলেন্ট বিকাশ রায় চৌধুরী, সিনিয়র অ্যাডভোকেট গরিবে নেওয়াজ মুহাম্মদ, সিনিয়র অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন মজুমদার, সিনিয়র অ্যাডভোকেট আবুল কাশেম এম ফজলুল হক খান, সিনিয়র অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র অ্যাডভোকেট মো. ইসরাফিল হোসেন, সিনিয়র অ্যাডভোকেট মো. ফারুক (এম ফারুক), সিনিয়র অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিন মোল্লা, সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ মফিজুর রহমান, সিনিয়র অ্যাডভোকেট বিভাস চন্দ্র বিশ্বাস, সিনিয়র অ্যাডভোকেট মো. মফিজুর রহমান মজুমদার, সিনিয়র অ্যাডভোকেট মো. ফারুক আহমেদ, সিনিয়র অ্যাডভোকেট এ এইচ এম মুসফিকুর রহমান, সিনিয়র অ্যাডভোকেট আবুল কালাম চৌধুরী, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন, সিনিয়র অ্যাডভোকেট বশির আহমেদ, সিনিয়র অ্যাডভোকেট নিতায় রায় চৌধুরী, সিনিয়র অ্যাডভোকেট এমএ কাইয়ুম চৌধরী, সিনিয়র অ্যাডভোকেট মো. তৌফিক ইনাম, সিনিয়র অ্যাডভোকেট শাহ মোহাম্মদ জহিরুল হক, সিনিয়র অ্যাডভোকেট সত্যেন সরকার, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হান্নান, সিনিয়র অ্যাডভোকেট মো. গোলাম মোস্তফা, সিনিয়র অ্যাডভোকেট সুব্রত শাহ, সিনিয়র অ্যাডভোকেট মো. জাকির হোসেন, সিনিয়র অ্যাডভোকেট মো. শামসুল হক, সিনিয়র অ্যাডভোকেট এম. মাকসুদুল ইসলাম, সিনিয়র অ্যাডভোকেট শেখ মো. সিরাজুল ইসলাম, সিনিয়র অ্যাডভোকেট মো. আব্দুল হক, সিনিয়র অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, মো. আব্দুল হাই, সিনিয়র অ্যাডভোকেট এজেডএম ফরিদুজ্জামান, সিনিয়র অ্যাডভোকেট এ কে এম জগলুল হায়দার আফ্রিক, সিনিয়র অ্যাডভোকেট নাহিদ ইয়াসমিন, সিনিয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর কবীর, সিনিয়র অ্যাডভোকেট এ কে এম বদরুজ্জামান, সিনিয়র অ্যাডভোকেট ড. শরীফ মোহাম্মদ নুর উল্লাহ ভূঁইয়া, সিনিয়র অ্যাডভোকেট কে এস সলাহ উদ্দিন আহমেদ, সিনিয়র অ্যাডভোকেট শেখ মো. জাকের হোসেন ও সিনিয়র অ্যাডভোকেট মো. আসিফ হাসান।

এর মধ্যে আপিল বিভাগে সিনিয়র আইনজীবী হিসেবে আবেদন স্ট্যান্ডওভার রাখা হয়েছে ৪২ জনের। এ ছাড়াও ১৯ আইনজীবীর আবেদন নো মর্মে রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ/এসএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission