• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হলেন ২৯১ জন

আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২৪, ০০:০৭
ফাইল ছবি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা পরিচালনা করার জন্যে অনুমোদন পেয়েছেন ২৯১ জন আইনজীবী। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির প্রত্যেক সদস্যের মতামতের ভিত্তিতে তাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে অনুমোদন দেওয়া হয়।

বুধবার (২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে অনুমোদন পেয়েছেন ২৯১ জন। এর মধ্যে ১ জন আইনজীবীর আবেদন নো মর্মে রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়- প্রধানবিচারপতি সৈয়দ রেফাতক আহমেদের সভাপতিত্বে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এসএম এমদাদুল হক এর সমন্বয়ে গঠিত এনরোলমেন্ট কমিটির গত ১৫ সেপ্টেম্বর সভায় প্রত্যেক সদস্যের স্বতন্ত্র মতামতের ভিত্তিতে নিম্ন লিখিত আইনজীবীদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) সিদ্ধান্ত গৃহীত হয়।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুপ্রিম কোর্টে উপদেষ্টা হাসান আরিফের জানাজা অনুষ্ঠিত
সুপ্রিম কোর্ট ন্যায়বিচার-সাংবিধানিক শাসনের প্রহরী: প্রধান বিচারপতি
সাবেক ওসি প্রদীপের স্ত্রীর জামিন চেম্বারে স্থগিত
খালাস পেয়ে যা বললেন গিয়াসউদ্দিন আল মামুন